
বৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ আগস্ট সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ বাছাই।
পূর্ব নির্ধারিত ১৮ ও ১৯ আগস্টের তারিখ ভারি বর্ষণের কারণে স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা। এবার নতুন তারিখে বগুড়া জেলার সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের দক্ষতা যাচাই করা হবে।
বাছাই কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান। যোগাযোগ: ০১৭৪৩৯৮৮৩০৩।