প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রথম দফায়

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। অস্থায়ী ক্যাম্পাসের জন্য এখনো বাড়ি ভাড়া করা হয়নি, বসার মতো কোনো স্থানও প্রস্তুত হয়নি। তবে ইতোমধ্যে ভিসি নিয়োগের পর প্রথম দফায় সরকারি বরাদ্দ পাওয়া গেছে।
গত ১৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য ৪ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান জানান, অস্থায়ী ক্যাম্পাসের জন্য এখনো বাড়ি ভাড়া করা হয়নি এবং বসার মতো জায়গাও তৈরি হয়নি। প্রাপ্ত বরাদ্দ ধাপে ধাপে বিভিন্ন খাতে ছাড় হবে। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে শুরু করে বেতন-ভাতা ও অন্যান্য প্রশাসনিক খরচ মেটানো হবে।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কাজ বাকি রয়েছে। প্রাথমিকভাবে ৪ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও বরাদ্দ আসবে।
২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হলেও নানা বাধায় কার্যক্রম শুরু হয়নি। ২০২৩ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়টির আইন বাস্তবায়নে সরকার এসআরও জারি করে। অবশেষে দীর্ঘ দুই যুগ পর বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। গত ৩ জুন প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান ভিসি হিসেবে নিয়োগ পান এবং ৪ জুন তিনি যোগদান করেন।
ইতিমধ্যে বগুড়ার ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিটিআই) অস্থায়ী ক্যাম্পাস হিসেবে চালুর জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন মিললে সেখানেই প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হতে পারে।