বগুড়ায় নারী অধিকার, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে নতুন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে বগুড়ায় এক প্রকল্প হাতে নেয়া হয়েছে। আজ সোমবার “নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা” শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
এ লক্ষ্যে বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ।
লাইট হাউজ কনসোর্টিয়াম এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।লাইট হাউজ কনসোর্টিয়ামের এই উদ্যোগে লাইট হাউজ, সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-জয়পুরহাট, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা (এএমইউএস)-যশোর এবং সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন-সাতক্ষীরা অংশীদার হিসেবে কাজ করবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অধিকার আদায়ে তাদের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি, জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জলবায়ু ঝুঁকির মোকাবিলা এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৫, ১৩ ও ১৬ অর্জনে ভূমিকা রাখা এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশীদ। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক এ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন।
আয়োজনের সভাপতি জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, “নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই প্রকল্পটি বগুড়াসহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।”
এছাড়াও, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু জেলায় ২০০ শয্যার শিশু হাসপাতালের দাবি জানান। তিনি বলেন, বগুড়ায় প্রচুর শিশু বিভিন্ন অসুখে আক্রান্ত হয় কিন্তু জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য বিশেষায়িত শিশু হাসপাতাল স্থাপিত হলে এ অঞ্চলের প্রান্তিক মানুষরা তাদের সন্তানদের সুচিকিৎসা করাতে পারবে।
বগুড়া আধুনিক পার্কের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন শিশু সংগঠক আব্দুল খালেক।
এসব কথার পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বলেন, “নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এ ধরনের প্রকল্প চলমান অবস্থায় সংশ্লিষ্টরা দুর্নীতি আশ্রয় নেন। এতে বিনিয়োগকৃত অর্থ অপচয় হয় যার প্রভাবে আমাদের প্রান্তিক মানুষরা সুফল থেকে বঞ্চিত হন। আপনাদের খেয়াল রাখতে হবে এই কর্মকাণ্ডগুলো যেন দুর্নীতিমুক্ত থাকে।