বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একদিনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প আয়োজন করেছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পে প্রায় দেড় হাজার নারী-পুরুষ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

এই উদ্যোগটি ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেডিসিন, প্রসূতি রোগ, নাক-কান-গলা, চক্ষু ও দন্ত রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চক্ষু রোগীদের মধ্যে ৭ জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়েছে, যাদেরকে পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে অপারেশন করানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাদের মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button