বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়কের পাশে লাল প্যাকেট থেকে গুলি উদ্ধার

গুলি উদ্ধার। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামারগাড়ি এলাকায় সড়কের পাশের ফুটপাত থেকে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে দেখা যায় এর ভেতরে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যবহার করা হয় না। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গুলিগুলো ফেলে রেখে যায়। এ ধরনের লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button