বিনোদন

অর্থকষ্টে সোনার গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে বর্তমানে নতুন ছবিতে তাকে খুব একটা দেখা না গেলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়েও।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি এখন আর্থিকভাবে স্বচ্ছল হলেও একসময় চরম অর্থকষ্টে পড়তে হয়েছিল তাকে। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, “জয় জন্মের পর যখন ভারত থেকে দেশে ফিরি, হাতে একেবারেই কোনো টাকা ছিল না। তখন বুঝেছি অর্থকষ্টে থাকা মানুষ প্রতিদিন কতটা হিসেব করে জীবন চালায়। সেই থেকেই আমি মিতব্যয়ী হয়েছি।”

তিনি আরও জানান, কঠিন সময়ে তার সোনার গয়নাই বড় ভরসা হয়েছিল। অপু বলেন, “আমি সোনার গয়না খুব পছন্দ করি। নিয়মিত সিনেমা করার সময় দেশে-বিদেশে যেখানে যেতাম, পছন্দ হলে কিনতাম। শখ পূরণের জন্যই কিনেছিলাম। কিন্তু সেই গয়নাগুলোই সংকটের সময় কাজে লেগেছে। অনেকগুলো গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম।”

এরপর ধীরে ধীরে আবার কাজে ফেরেন তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ারে অপুর পথচলা শুরু হয় ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্র দিয়ে। পরের বছর মুক্তি পায় তার অভিনীত ব্যবসাসফল ছবি ‘কোটি টাকার কাবিন’, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সেই ছবি দিয়েই শুরু হয় দীর্ঘ এক যুগের সাফল্যময় জুটি। একসঙ্গে তারা অভিনয় করেছেন প্রায় ৮০টি সিনেমায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button