রাজনীতি

জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ভিড়ের মধ্য থেকে কয়েকজন অফিসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে এনে বাইরে অগ্নিসংযোগ করা হয়।

হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে বিকেলে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, শুক্রবারও মশাল মিছিলের নামে বেশ কয়েকজন পার্টি অফিসে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছিল। সে সময় সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছিলেন নেতাকর্মীরা।

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button