লাইফস্টাইল

গরমে অফিস লুক: কোন পোশাক আরামদায়ক, কোনটা নয়

ছবি: সংগৃহীত

অফিসে স্মার্ট লুকের জন্য কালো পোশাক পরা যায় অনায়াসেই। কারণ কালো রঙ ব্যক্তিত্বকে ভিন্ন মাত্রায় ফুটিয়ে তোলে। তবে এই রঙ গরম বেশি শোষণ করে, তাই উষ্ণ আবহাওয়ায় কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক না পরাই ভালো।

গরমে আরামের জন্য হালকা রঙের কামিজ, কুর্তি বা ফতুয়া পরার পরামর্শ দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। সাদা, ছাই, হালকা গোলাপি কিংবা বিশ্ব ফ্যাশনের জনপ্রিয় বাটার ইয়েলো, আইসি ব্লু, চেরি রেড, সোনালি ও রুপালি রঙও বেছে নিতে পারেন।

কাপড়ের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিন আরামকে। সুতি কাপড় সবচেয়ে উপযোগী, কারণ এটি বাতাস চলাচল সহজ করে এবং ঘাম শোষণ করে। সুতি ছাড়াও নরম লিনেন গরমে আরাম দেয়। এছাড়া খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন ও সিল্কেও পাওয়া যায় নান্দনিক ডিজাইনের পোশাক, যা অফিস বা বাইরে উভয় পরিবেশেই মানানসই।

ফ্যাশন ডিজাইনারদের মতে, গরমের স্টাইল মানে জমকালো কিছু নয়, বরং আরামদায়ক, হালকা ও সাদামাটা পোশাক। এতে যেমন স্বস্তি মিলবে, তেমনি দেখতেও লাগবে আকর্ষণীয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button