
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় ফাইম। এরপর মুহূর্তেই সে নিখোঁজ হয়ে যায়।
ফাইম বাবু ওই গ্রামের সোহেল রানার ছেলে।
জানা গেছে, সে এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলতে খেলতেই হঠাৎ পা পিছলে পড়ে যায় ড্রেনের পাইপে।
শিশুটির নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে তারা রাজশাহী থেকে ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের নিথর দেহ উদ্ধার হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। শিশুটির মৃত্যুর খবরে গোটা গ্রামজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয়:
অভিভাবকদের জন্য:
- শিশুদের একা বাইরে খেলতে না দেওয়া, বিশেষ করে বর্ষাকালে।
- ঝুঁকিপূর্ণ এলাকা যেমন খোলা ড্রেন বা জমে থাকা পানি থেকে শিশুদের দূরে রাখা।
- বাইরে খেলাকালীন সময় শিশুর ওপর সার্বক্ষণিক নজর রাখা।
প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের করণীয়:
- খোলা ড্রেনের মুখ সুরক্ষিত ও ঢাকনাযুক্ত করা।
- বৃষ্টির পানি জমার স্থানসমূহ দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া।
- স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো।
সাধারণ জনগণের ভূমিকা:
- আশেপাশে কোনো ড্রেন বা পাইপ খোলা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
- শিশুদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে আনা।
- প্রতিবেশী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরকে সহায়তা করা।
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব। শিশুর নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব।