শাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুর থানার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিপুল কুন্ডু (৪০), পিতা শিবেন্দ্রনাথ কুন্ডু, সাং ঝিকড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ।

ঘটনা ঘটে ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৭:২০ ঘটিকায়। শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বনানী বাজারের সামনে, বগুড়া থেকে ঢাকা যাওয়ার হাইওয়ে পাকা রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ভিকটিমকে সজোরে ধাক্কা দেয়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ভিকটিম সাধারণ মানুষ ছিলেন এবং ঘটনার সময় তিনি হাইওয়ে পার হচ্ছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শাজাহানপুর থানার সঙ্গে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞাত বাসচালককে ধরতে অভিযান শুরু করেছে এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে হাইওয়ে পারাপারের সময় বিশেষভাবে সচেতন থাকার জন্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button