রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪৮ জনের ফেল থেকে পাস

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৬১ হাজার ২৭৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩২৩ জনের ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩৫ জন।
এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪৮ জন শিক্ষার্থী, তবে তাদের মধ্যে কেউ জিপিএ-৫ পাননি। আরও ১৬ জনের ফলাফল ফেল থেকে পরিবর্তিত হয়ে আবারও ফেল হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করা ৪৮ জনের বিস্তারিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ।