শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ একজন গ্রেপ্তার

জালনোটসহ গ্রেপ্তার ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে ৭ লাখ টাকার জালনোটসহ মো. রিয়াজুল ইসলাম (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মো. রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

​বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার রাতে মুরাদপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় একটি স্কুল ব্যাগ থেকে ১৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৭ লাখ টাকা। জালনোট বহনের অভিযোগে রিয়াজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button