সারাদেশ
প্রধান খবর

উত্তরায় বিমান বিধ্বস্ত: স্কোয়াড্রন লিডার তৌকির নিহত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে উড্ডয়নকারী ফাইটার-ট্রেইনার এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার ও অগ্নি নির্বাপণে অংশ নেয়।

আইএসপিআরের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার তৌকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে দুর্ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিমান বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button