সারাদেশ

থানায় ঢুকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেওয়া যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালানোর সময় পুকুরে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকালে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবক হঠাৎ থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে মাথা ও হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। চিৎকার শুনে পুলিশ সদস্যরা ছুটে এলে ওই যুবক পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

মশিউর রহমান বলেন, “আজ সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হয়েছে।”

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা গণমাধ্যমকে জানান, “পুকুরটি বড়, গভীর এবং কচুরিপানায় ভরা ছিল। এ কারণে রাতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আহত এএসআই মহসিন আলীকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button