
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বাড়ির রান্না ঘরে আরাফাত (১২) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচপীর তলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের স্বজনদের দাবি, বাবা মার ওপরে অভিমান করে শিশুটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
আরাফাত ফুলবাড়ি ইউনিয়নের পাঁচপীর তলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে খাওয়া-দাওয়া শেষে আরাফাত স্কুলে যাওয়ার সময় তার মায়ের কাছে থেকে কিছু টাকা চায়। তার মা টাকা দিতে না চাইলে সে অভিমান করে সকলে চোখের আড়ালে রান্নাঘরে গিয়ে বাঁশের তীরের সাথে রশি বেঁধে আত্মাহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার পুলিশ ওসি জামিরুল ইসলাম বলেন, একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।