প্রধান খবরসোনাতলা উপজেলা

সোনাতলার মেয়র নান্নু ঢাকায় গ্রেপ্তার

বগুড়া জেলার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে বগুড়া জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ সকালে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বলে জানান আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

আজ সকালে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বলে জানান আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারি খানকে ২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নির্বাচনের পর দিন ৩ নভেম্বর জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সমর্থকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুব লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদ্দুজামান লিটনসহ ৪ জন ছুরিকাহত হন।

পরবর্তীতে ৪ নভেম্বর সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার বাদি হয়ে নান্নুসহ ৩০ জনের নামে মামলা করেন। পুলিশ সে রাতে ৫ জনকে গ্রেপ্তার করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button