সোনাতলা উপজেলা

নির্বাচনী সমাবেশে “কিশোর গ্যাং’ এর হামলা, সোনাতলার ২ কিশোর নিহত

নির্বাচনী সমাবেশে হামলা চালিয়ে শুভ ও সোহান নামের দুই কিশোরকে ছুড়িকাঘাত করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং। 

তারা বগুড়ার সোনাতলা পৌর এলাকার শাহিন ও সাহিদুল ইসলামের ছেলে। আহতদের গুরুতর অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

গত ২২ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৯টার দিকে প্রথমে সোনাতলার ব্যাংগের ঘাট এলাকায় প্রথম দফা ও পরে গোবিন্দগঞ্জ উপজেলার শালমাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। 

এসময় স্থানীয়রা হামলাকারী শিপোন নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানায়, শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button