প্রধান খবরসোনাতলা উপজেলা

বগুড়ায় ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা পৌর এরাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চমরগাছা লাহীরিপাড়া গ্রামের ফাঁকা মাঠের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রামের লোকজন ডোবার মধ্যে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, প্রায় ১০ দিন পূর্বে অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলেও ধারনা করেন তিনি।

ফরেনসিক টিম এসে পরিচয় সনাক্তের জন্য নমুনা ও আলামত সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button