ডেঙ্গু প্রতিরোধে যা করণীয়

দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন, এডিস মশার বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে একযোগে উদ্যোগ নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাড়ির ভেতর ও বাইরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। ফুলের টব, পুরোনো টায়ার, ড্রাম ও পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাংক ও স্টোরেজ ড্রাম অবশ্যই ঢেকে রাখতে হবে।
এছাড়া জানালা ও দরজায় জালি লাগানো, দিনের বেলায়ও মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং মশার প্রতিরোধক (রিপেলেন্ট) ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত সতর্কতা ও পাড়া-মহল্লায় সম্মিলিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়।