বগুড়া সদর উপজেলা

বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল

প্রতি বছরের ন্যায় এবারও বগুড়া ফটোগ্রাফি ক্লাব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করে ইফতার মাহফিল ২০১৯ এবং এই শিশুদের হাতে তুলে দেওয়া হয় তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের নতুন পোশাক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম (বার) এবং উপদেষ্টা বগুড়া ফটোগ্রাফি ক্লাব। তার সাথে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের সম্মানিত এডিশনাল পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ফটোগ্রাফি ক্লাব এর সম্মানিত সভাপতি ডাক্তার মোসাদ্দেকুর রহমান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ফটোগ্রাফি ক্লাব এর সম্মানিত সাধারণ সম্পাদক তৌহিদ পারভেজ বিপ্লব।

প্রধান অতিথি তার বক্তব্যে বগুড়া ফটোগ্রাফি ক্লাব এর ভূয়সী প্রশংসা করে বলেন সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে বগুড়া ফটোগ্রাফি ক্লাব এর কাজ খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যতে এধরনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান ব্যক্ত করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button