বগুড়া লাইভ - আপডেট

সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর বিভিন্ন স্থানে ধস আতঙ্কে স্থানীয়রা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে পানি কমতে শুরু করায় তীব্র স্রোত ও ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। তীর রক্ষা কাজের বিভিন্ন স্থানে ধসে গেছে। এতে তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা অবিলম্বে ধসে যাওয়া অংশ মেরামত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রৌহদহ, কামালপুর ও ইছামারা এলাকায় ঘুরে দেখা গেছে, নদী তীর রক্ষা কাজের বেশকিছু স্থান ধসে গেছে। কামালপুরের টিটুর মোড়ের দক্ষিণে নদী তীর রক্ষা কাজ এবং বাঁধের টপ ধসে গেছে।

কামালপুর গ্রামের রহিম উদ্দিন, মোবারক হোসেন, আমেনা বেওয়া, রহেলা বেগম জানান, প্রবল স্রোতের কারণে ব্লক ধসে গিয়ে বাঁধ ভেঙে গেছে, ভাঙন অব্যাহত আছে। এতে তাদের অনেকেই বাড়ি-ঘর রক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

নদী তীরবর্তী এলাকায় ভাঙন প্রসঙ্গে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button