খেলাধুলা
আইপিএল এ মুখোমুখি সাকিব ও মোস্তাফিজের দল
মোস্তাফিজের রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ সাকিবের কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার (২৪ এপ্রিল) রাত ৮টায়।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজস্থান-কলকাতা কারোই। ৪ ম্যাচে দু’দলই জিতেছে মোটে ১টি করে। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। টানা ব্যর্থতায় আগের ম্যাচেই কেকেআর স্কোয়াডে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। এ ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে চার বিদেশি কোটায় দেখা যাবে মরগ্যান-আন্দ্রে রাসেল-নারাইন-কামিন্সকে।
অন্যদিকে আসরের শুরু থেকেই রাজস্থান লড়ছে ইনজুরির সঙ্গে। প্রতিটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না টাইগার সেনসেশন মোস্তাফিজুর। তবুও এ ম্যাচে দেখা মিলতে পারে তার।
এ পর্যন্ত দু’দলের ২৩ সাক্ষাতে কলকাতার ১২ জয়ের বিপরীতে ১০ বার জিতেছে রাজস্থান।