খেলাধুলাফুটবল

বাংলাদেশ ফুটবল দলে যোগ দিতে ঢাকায় সামিত সোম

বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোম।

বুধবার (৪ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি দলের হোটেলে গিয়ে উঠেছেন।

আজ বিকেলে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকলেও, এই ম্যাচে বিশ্রামে থাকছেন সামিত। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে এই ম্যাচটি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

দলে প্রবাসী ফুটবলারের আধিক্য এবার বেশ লক্ষ্যণীয়। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছয় জন প্রবাসী ফুটবলারকে দলে নিয়েছেন। স্কোয়াডে রয়েছেন:

হামজা চৌধুরি (ইংল্যান্ড)

জামাল ভূঁইয়া (ডেনমার্ক)

কাজেম শাহ (কানাডা)

ফাহমিদুল ইসলাম (ইতালি)

তারিক কাজী (ফিনল্যান্ড)

সামিত সোম (কানাডা)

জামাল, তারিক ও কাজেম আগেই দেশে এসেছেন। ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে গত মাসে ভারতের বিপক্ষে ম্যাচে। এবার নতুন করে যোগ দিলেন ফাহমিদুল ও সামিত।

সামিত বলেন,

“আমি অনেক আনন্দিত। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। কোচের সঙ্গে খেলা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আমাদের দলটি ভালো, আশা করছি আমরা কিছু দারুণ করতে পারব।”

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন,

“প্রবাসী ফুটবলারদের ফেরাটা আমাদের জন্য আনন্দের। এটা ভালো দিক। ফ্রান্সের মতো দেশেও দেখা যায়, বেশিরভাগ খেলোয়াড় প্রবাসী হয়েও জাতীয় দলে সাফল্য এনে দিয়েছেন। আমরাও সেই পথেই এগোতে চাই।”

এই বিভাগের অন্য খবর

Back to top button