ক্রিকেটখেলাধুলা

৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মুল্ডার

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে ব্যাট হাতে রেকর্ড গড়লেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্টের প্রথম দিনই দুর্দান্ত এক ইনিংস খেলে ভেঙে দিলেন ৫৭ বছরের পুরোনো রেকর্ড।

রোববার (৬ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে তিন নম্বরে নামেন মুল্ডার। মাত্র ৫৩ বলে অর্ধশতক, ১১৬ বলে সেঞ্চুরি, ১৬৭ বলে ১৫০ এবং ২১৪ বলে দ্বিশতক পূর্ণ করেন তিনি। দিনশেষে মুল্ডার অপরাজিত থাকেন ২৬৪ রানে। ২৫৯ বলের ইনিংসে ছিল ৩৪টি চার ও তিনটি ছক্কা, স্ট্রাইক রেট ১০১.৯৩।

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি এখন সর্বোচ্চ রানের ইনিংস। এতদিন এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের দখলে। তিনি ১৯৬৮ সালে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে করেছিলেন ২৩৯ রান।

শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসেও অধিনায়ক হিসেবে অভিষেকে এটি এখন সর্বোচ্চ রানের ইনিংস। মুল্ডার ভেঙেছেন হার্বি টেলরের ১১২ বছরের পুরোনো রেকর্ড। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মোট ৩৪ জন ক্রিকেটার। তবে তাদের মধ্যে ডাবল সেঞ্চুরি রয়েছে মাত্র তিনজনের নামে—এবার তাদের তালিকায় যুক্ত হলেন উইয়ান মুল্ডার।

এই বিভাগের অন্য খবর

Back to top button