খেলাধুলাফুটবল

নতুন ফরম্যাটে প্রথম ক্লাব বিশ্বকাপ জয় চেলসির

নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নেয় তারা।

সেমিফাইনালে স্প্যানিশ শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছায় পিএসজি। সে কারণে অনেকেই তাদের পরিষ্কার ফেভারিট হিসেবে বিবেচনা করেছিলেন। তবে ম্যাচের আগে চেলসি অধিনায়ক স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “আমরা রিয়াল মাদ্রিদ নই।” মাঠে সেই কথারই দৃশ্যমান প্রতিফলন দেখা যায়।

ফাইনালে চেলসি পিএসজিকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। কোল পালমার ও এনজো ফার্নান্দেজের দুর্দান্ত মিডফিল্ড নিয়ন্ত্রণে পুরো ম্যাচজুড়ে চাপে রাখে ফরাসি ক্লাবটিকে।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ২২ ও ৩০ মিনিটে দুটি দুর্দান্ত গোল করে কোল পালমার ব্লুজদের এগিয়ে দেন। এরপর ৪৩ মিনিটে পালমারের পাস থেকে জোয়াও পেদ্রো চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন।

২০২২ সালেও ক্লাব বিশ্বকাপ জিতেছিল চেলসি। তবে এবার নতুন ফরম্যাটে বড় পরিসরের এই টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দলটির জন্য বিশেষ এক অর্জন হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button