ক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টিতে দাপুটে জয়, সিরিজে সমতায় বাংলাদেশ

৮৩ রানের বিশাল জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে শ্রীলংকাকে গুঁড়িয়ে দেয় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর এই জয়ে ১-১ সমতায় ফেরে টাইগাররা। সিরিজের মীমাংসা হবে বুধবার অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচে।

ওয়ানডে সিরিজেও এমনই চিত্র দেখা গিয়েছিল। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টিতে জিতে সিরিজে ফিরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও নির্ধারণী ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় মেহেদি হাসান মিরাজের দলের।

টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২ ওভারে ৭ রানে দুই ওপেনার ফিরে গেলে দল পড়ে বিপদে। তবে এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি এবং শামীম পাটোয়ারীর সঙ্গে পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল।

লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। শামীম ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৪৮ রান। হৃদয় যোগ করেন ২৫ বলে ৩১ রান। সব মিলিয়ে ২০ ওভারে ১৭৭ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করতে পারেনি শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় দলটি। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান, দাসুন শানাকা করেন ২০।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩.২ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে ও মোহাম্মদ সাইফউদ্দিন ২১ রানে নেন ২টি করে উইকেট।

এই জয়ে সিরিজে দারুণভাবে ফিরল বাংলাদেশ। বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল, যা কার্যত পরিণত হয়েছে সিরিজের ফাইনালে।

এই বিভাগের অন্য খবর

Back to top button