খেলাধুলাফুটবল

এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ, শেষ হলো রিয়াল মাদ্রিদ অধ্যায়

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন। দীর্ঘ জল্পনার পর সোমবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিলানের জার্সিতে দেখা যায় মদ্রিচকে। তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কথা বলার সময় আমাদের সামনে অনেক থাকবে।”

চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল ছাড়ার ঘোষণা দেন মদ্রিচ। সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হারের পরই পর্দা নামে তার রিয়াল অধ্যায়ের। ১৩ বছরের সেই সময়ে তিনি ক্লাবটির হয়ে জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি।

সম্প্রতি এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানিয়েছিলেন, মদ্রিচ মৌখিকভাবে ক্লাবের সঙ্গে চুক্তিতে সম্মতি দিয়েছেন। তখন থেকেই অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

এই বিভাগের অন্য খবর

Back to top button