
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করলেও টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।
শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদি হাসান, তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লিটন দাসের নেতৃত্বাধীন দল।