খেলাধুলাফুটবল

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চম জয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশের হয়ে পূজা রানী জোড়া গোল করেন। বাকি তিনটি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে। তবে বাংলাদেশ হেরে গেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হতে পারে নেপাল, যারা ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

শনিবারের ম্যাচে শুরুটা কিছুটা অগোছালো ছিল বাংলাদেশের মেয়েদের। লঙ্কান ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের একটি শট রুখে দেন গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।

এরপর বাংলাদেশ ধীরে ধীরে খেলা নিয়ন্ত্রণে নেয়। ২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে পূজা রানীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় পিটার বাটলারের শিষ্যরা। ৭৩ মিনিটে পূজা রানীর দ্বিতীয় গোল, ৮৬ মিনিটে তৃষ্ণার দৃষ্টিনন্দন গোল এবং ইনজুরি সময়ে আফঈদার পেনাল্টি শটে পূর্ণ হয় ৫-০ গোলের জয়।

এই জয়ে শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে লাল-সবুজের মেয়েরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button