
মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যথার্থই প্রমাণ করেছেন লিটন দাস। বাংলাদেশের বোলারদের দাপটে ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। পরে ওপেনার ইমনের ৫৬ রানের ঝলমলে ইনিংসে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এর ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদীর বলে ফখর জামানের সহজ ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। তবে সেই ওভারেই সাইম আইয়ুবকে (৬) ফেরান তাসকিন। এরপর উইকেট উৎসবে যোগ দেন অন্য বোলাররাও। দলীয় ৪৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
ম্যাচে দুইবার জীবন পেলেও ওপেনার ফখর জামান একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭০ রানে তাসকিন-লিটনের দারুণ সমন্বয়ে রান আউট হন তিনি। ৪৪ রান করেন ৬ চার ও ১ ছক্কায়।
শেষদিকে খুশদিল শাহ (১৭) ও আব্বাস আফ্রিদির (২২) ছোট ইনিংসে পাকিস্তান পৌঁছায় ১১০ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। চাপ সামাল দেন ইমন, খেলেন দায়িত্বশীল ৫৬ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।