
মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।
মেসি ও আলবা অল স্টার ম্যাচের প্রাথমিক দলে ছিলেন। তবে চোট না থাকা সত্ত্বেও তারা ম্যাচে অংশ নেননি, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য। নিয়ম অনুযায়ী, কোনো বৈধ কারণ ছাড়া অল স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামির অন্য কোনো খেলোয়াড় দলে সুযোগ পাননি, আর মেসি ও আলবাও ম্যাচে অংশ নেননি।
মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো প্রথমে আশা করেছিলেন যে নিষেধাজ্ঞা এড়ানো যাবে। শুক্রবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। মেসির মধ্যে কিছুটা ক্লান্তি ছিল। তবে সে ফিরেছে এবং অনুশীলনে অংশ নেবে বলে আশা করছি। আমরা ভেবেছিলাম কালকের ম্যাচে তাদের ওপর ভরসা রাখতে পারব।”
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এমএলএস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করে। ফলে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবা থাকছেন না।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে তিনি করেছেন যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল ও ১০টি অ্যাসিস্ট। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলেছেন ছয়টি ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছেন আরও চারটি ম্যাচে।