
আগামী ১৭ থেকে ২৭ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের উদীয়মান তীরন্দাজ বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ।
লাল-সবুজ জার্সিধারী ফুয়াদ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েলের ছোট ছেলে। বর্তমানে সে বিকেএসপির ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ক্যাডেট।
প্রতিভাবান ফুয়াদ এর আগে ২০২৫ সালের ৭ম জাতীয় জুনিয়র আর্চারী চ্যাম্পিয়নশীপে এককভাবে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে তারুণ্যের উৎসবে এককভাবে সিলভার, ২০২৩ সালের ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপে টিম ব্রোঞ্জ এবং ২০২৪ সালের ওপেন র্যাংকিংয়ে এককভাবে স্বর্ণ পদক জয় করে।
এবারের যুব বিশ্বকাপের ১৯তম আসরে ফুয়াদের সঙ্গে থাকছেন অলিম্পীয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ স্টেজ-২-এ স্বর্ণ জয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।
বাংলাদেশ দল আর্চারীর জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এবং বিকেএসপির হেড কোচ নুরে আলমের তত্ত্বাবধানে গত দুই মাস ধরে কঠোর অনুশীলন করেছে। আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষে অনূর্ধ্ব-২১ বিভাগে ৫ জন এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে ৪ জন আর্চার প্রতিযোগিতায় অংশ নেবে।