ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ ‘এ’ দলের ব্যর্থ সূচনা, পাকিস্তান শাহিনসের কাছে বড় হার

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত শুরুর পরও ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার ডারউইনের মারারা স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭৯ রানে হেরে টুর্নামেন্ট শুরু করল নুরুল হাসান সোহানের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ২২৭ রান। ওপেনার খাওয়াজা নাফে ৩১ বলে ৬১ ও ইয়াসির খান ৪০ বলে ৬২ রান করেন। পরে আব্দুল সামাদ ২৭ বলে অপরাজিত ৫৬ রান করে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে রকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। সাইফ হাসান (৩২ বলে ৫৭) ও জিসান আলম (১৭ বলে ৩৩) পাওয়ার প্লেতে ৭৪ রান তুললেও পরের ব্যাটাররা ব্যর্থ হন। এক পর্যায়ে ১ উইকেটে ৯২ রানে থাকা দল শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট হয়। পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন।

শনিবার নেপালের বিপক্ষে মাঠে নামবে সোহানরা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের ইয়াসির খান।

এই বিভাগের অন্য খবর

Back to top button