খেলাধুলাফুটবল

ভারতে খেলতে আসছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো যাচ্ছেন ভারতে। চলতি বছরের শেষ দিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’তে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামবে তার দল আল-নাসর। ম্যাচটি ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম বড় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রুপ ডি’তে রয়েছে সৌদি আরবের আল-নাসর, ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল ও ইরাকের আল-জাওরা। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা, যেখানে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে। শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয় রোনালদোর ভারত সফর।

ভারত আগে নেইমারকে আতিথ্য দেওয়ার সুযোগ পেয়েছিল। ২০২৩ সালে আল হিলাল মুম্বাই সিটির বিপক্ষে খেলতে এলে নেইমারের মাঠে নামার কথা ছিল। তবে ইনজুরির কারণে তিনি তখন খেলতে পারেননি। দুই বছর পর আবারও এক বিশ্বসেরা ফুটবলারকে আতিথ্য দেওয়ার সুযোগ পেয়েছে দেশটি।

২২ অক্টোবর গোয়ায় হবে এফসি গোয়া বনাম আল-নাসর ম্যাচ। এটিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ভারতীয় ক্লাবটি। এফসি গোয়ার সিইও রবি পুষ্কুর বলেন, ‘এমন সুযোগ জীবনে একবারই আসে। আল-নাসর ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়া আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।’

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে যোগ দেন আল-নাসরে। এখনও ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারলেও দলের সঙ্গে আছেন সাদিও মানে এবং নতুন সাইনিং জোয়াও ফেলিক্সের মতো তারকা ফুটবলাররা।

পুষ্কুর মনে করেন, এই ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য এক মাইলফলক হয়ে থাকবে। তার ভাষায়, ‘এটা শুধু ম্যাচ নয়, বরং আমাদের বড় ইতিহাসের অংশ হওয়ার সুযোগ।’

বর্তমানে ভারতীয় ফুটবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আয়োজক চুক্তি নিয়ে জটিলতার কারণে ২০২৫-২৬ মৌসুমের আইএসএল স্থগিত হয়েছে। বেশ কিছু ক্লাব কার্যক্রম বন্ধ রেখেছে, খেলোয়াড়দের বেতনও বন্ধ হয়ে গেছে।

তবু পুষ্কুর আশাবাদী, এই ম্যাচ দেশটির ফুটবলে নতুন প্রাণ ফেরাবে। তিনি বলেন, ‘এটা বৈশ্বিক মনোযোগ আকর্ষণের সুযোগ। স্পনসরশিপ ও সমর্থকদের আগ্রহ বাড়বে— যা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।’

এই বিভাগের অন্য খবর

Back to top button