ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে বগুড়ার তিন ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছে বগুড়ার তিন ক্রিকেটার। সম্প্রতি ঘোষিত ১৫ সদস্যের এই চূড়ান্ত দলে ডাক পেয়েছে আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী ও আফ্রিদি তারিক।

রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ বগুড়া জেলা দলের হয়ে খেলার মধ্য দিয়ে আলোচনায় আসে এই ক্ষুদে ক্রিকেটাররা। এরপর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ক্যাম্পে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়ে তারা। এর মধ্য থেকে আব্দুর রহমান ইরফান ও বায়জীদ বোস্তামী নিয়মিত অনুশীলন করছে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে, আর আফ্রিদি তারিক বর্তমানে অধ্যয়নরত বিকেএসপিতে।

বয়সভিত্তিক ক্রিকেটে বগুড়ার অগ্রগতি সাম্প্রতিক সময়ে চোখে পড়ার মতো। পর্যাপ্ত সুযোগ- সুবিধার অভাব থাকলেও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতিনিয়ত উঠে আসছে নতুন মুখ। জেলা কোচ রিফাত হাসান ও সহকারী কোচ রাশেদের নিবিড় তত্ত্বাবধানে চলতি বছর অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ উভয় বিভাগীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা দল।

এছাড়া অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছে বগুড়ার দুই তরুণ ক্রিকেটার শামস তওফিক ও আকাশ রায়। জাতীয় চ্যাম্পিয়নশিপেও আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য এনে দিয়েছে বগুড়া। সব মিলিয়ে জেলাটির ক্রিকেটে এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button