খেলাধুলাফুটবল

বেনজেমার ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে রোনালদোর আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফোনে সাড়া দিয়ে আল নাসরে যোগ দেন জোয়াও ফেলিক্স। আর অভিষেক ম্যাচেই রোনালদোর সঙ্গে দুর্দান্ত রসায়ন দেখালেন পর্তুগিজ ফরোয়ার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে ১০ জনের দল নিয়েও আল নাসর ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদকে। দলের জয়সূচক গোলটি এসেছে ফেলিক্সের পা থেকে, রোনালদোর অ্যাসিস্টে।

হংকং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নাসর। ১০ মিনিটে ব্রোজোভিচের পাস থেকে গোল করেন সাদিও মানে। তবে ছয় মিনিট পর ইত্তিহাদের হয়ে সমতা ফেরান স্টিভেন বার্গউইন। এরপর ২৪ মিনিটে গোলরক্ষক আল সানতিকিকে ফাউল করে লাল কার্ড দেখেন মানে, ফলে ১০ জন নিয়ে খেলতে হয় নাসরকে।

সংখ্যায় পিছিয়ে থেকেও আক্রমণে এগিয়ে ছিল রোনালদোর দল। প্রথমার্ধে রোনালদোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলেও ৬১ মিনিটে কাজ হয় তার পাসে। বক্সে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফেলিক্স। দুই মিনিট পর আবারও বল জালে পাঠালেও ভিএআরের কারণে গোলটি বাতিল হয়।

অন্যদিকে ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ছিলেন নিস্প্রভ। ফলে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালের পথে অগ্রসর হয়েছে নাসর। আগামী শনিবার আল নাসরের ফাইনাল প্রতিপক্ষ নির্ধারিত হবে আল কাদিশিয়াহ ও আল আহলির দ্বিতীয় সেমিফাইনালের জয়ীর মাধ্যমে।

এই বিভাগের অন্য খবর

Back to top button