
লা লিগায় নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১৬ আগস্ট) ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে।
প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খায় রিয়াল। ওসাসুনার ডিফেন্সভাগ বারবার আটকে দেয় ভিনিসিয়ুস-এমবাপেদের আক্রমণ। ফলে বিরতির আগে গোলশূন্যই থাকে খেলা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫১ মিনিটে বক্সে এমবাপেকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা।
এরপর গোলের ব্যবধান বাড়াতে না পারলেও লিড ধরে রাখে রিয়াল। সমতা ফেরানোর সুযোগও কাজে লাগাতে পারেনি ওসাসুনা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মৌসুম শুরু করে লস ব্লাঙ্কোস।
এই জয়ে প্রথম ম্যাচ শেষে তিন পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সেলোনা।