
লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। জোড়া গোল করে তিনি দলকে ফাইনালে তোলার নায়ক হলেন।
ম্যাচের ৪৬ মিনিটে মারিও পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মিয়ামি। ৭৫ মিনিটে প্রতিপক্ষের ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মেসি। এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন তারকা।
অতিরিক্ত সময়ে তেলাসকো সেগোভিয়া সুয়ারেজের পাস থেকে আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় মিয়ামির। পুরো ম্যাচে মেসি ও সুয়ারেজ দুজনেই ছিলেন কার্যকর।
এই জয়ে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। তারা খেলবে এলএএফসি–সিয়াটল সাউন্ডার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে। এর আগে ২০২৩ সালে মেসির অভিষেক আসরেই শিরোপা জিতেছিল মিয়ামি। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তির পথে এগোচ্ছে দলটি।