খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সা, জমজমাট সূচি ঘোষণা

চ্যাম্পিয়ন্স লিগের লোগো

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোয়। ড্রয়ে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে শুরু থেকেই।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রথম রাউন্ডেই পাচ্ছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও জুভেন্টাসের মতো শক্তিশালী প্রতিপক্ষ। অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পড়েছে পিএসজি ও চেলসির সঙ্গে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, টটেনহামের মতো দলগুলোর বিপক্ষে।

ড্র প্রক্রিয়ায় প্রাথমিক র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পটে ৯টি করে দল রাখা হয়। প্রতিটি দলকে দেওয়া হয়েছে ৮ প্রতিপক্ষ।

আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হবে ৩৬ দলের লড়াই। প্রথম রাউন্ড চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে, আর ৯ থেকে ২৪তম অবস্থানে থাকা দলগুলো খেলবে প্লে–অফ।

নকআউট পর্বে ১৬ দলের দ্বিতীয় রাউন্ড হবে আগামী বছরের মার্চে, এরপর এপ্রিল মাসে কোয়ার্টার ফাইনাল এবং মে মাসে সেমিফাইনাল। ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।

উল্লেখযোগ্য সূচি

বার্সেলোনার প্রতিপক্ষ: পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন, নিউক্যাসল।
রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ: ম্যানসিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো, কাইরাত আলমাতি।
লিভারপুলের প্রতিপক্ষ: রিয়াল মাদ্রিদ, ইন্টার, অ্যাতলেটিকো, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্শেই, কারাবাগ, গ্যালাতাসারাই।
ম্যানসিটির প্রতিপক্ষ: ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোদো/গ্লিমট, গ্যালাতাসারাই, মোনাকো।
পিএসজির প্রতিপক্ষ: বায়ার্ন, বার্সেলোনা, আটালান্টা, লেভারকুসেন, টটেনহাম, স্পোর্তিং, নিউক্যাসল, অ্যাথলেটিক ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন এই ফরম্যাটে শুরু থেকেই হাইভোল্টেজ ম্যাচের প্রতিশ্রুতি মিলেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button