খেলাধুলাফুটবল

টানা ৩ জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় এবং দ্বিতীয় ম্যাচে সহজ সাফল্যের পর তৃতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য ভঙ্গিতে খেলল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে তারা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল হলেও ভিএআরের সহায়তায় তা বাতিল হয়ে যায়।

১৮ মিনিটে উল্টো গোল হজম করে বসে রিয়াল। মায়োর্কার হয়ে মুরিকি জালে বল পাঠিয়ে অতিথিদের এগিয়ে দেন। তবে বেশিক্ষণ আনন্দে থাকতে দেয়নি রিয়াল। ৩৭ মিনিটে হুইসেনের অ্যাসিস্টে সমতা ফেরান তরুণ আরদা গুলার।

এর এক মিনিট পরই ফের গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ফেদেরিকো ভালভার্দের পাস থেকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ২-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button