
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার নাম লেখাচ্ছেন ক্রিকেট প্রশাসনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৩ সালে জাতীয় দলের জার্সি গায়ে ওঠার পর থেকে মাঠের বাইরে আছেন তামিম। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়, বিসিবি নির্বাচনের প্রার্থী হিসেবে।
তামিম জানিয়েছেন, আপাতত তিনি মনোযোগ দিচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার দিকে। সভাপতির পদে লড়ার ইচ্ছা থাকলেও আগে তাকে পরিচালক পদে নির্বাচিত হতে হবে। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, “বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ভালো সম্ভাবনা আছে। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। কাউন্সিলর হবই।”
এদিকে বিসিবি নির্বাচন ঘিরে অন্য আলোচনাও চলছে। শোনা যাচ্ছে, ভোট পেছানো হতে পারে এবং অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনাও আছে। সেই ক্ষেত্রে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকতে পারেন। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদও তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করছে। পরে তিনি সভাপতির পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
তবে বিসিবির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। দিন যত ঘনাচ্ছে, ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ।