
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারল না দুই লাতিন জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল হেরেছে বলিভিয়ার কাছে, আর আর্জেন্টিনা হেরেছে ইকুয়েডরের মাঠে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট ওপরে খেলতে গিয়ে ভুগেছে ব্রাজিল। লড়াই করেও গোলের দেখা পায়নি তারা। উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টি থেকে গোল হজম করে বসে সেলেসাওরা। বলিভিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিগুয়েল তেরসেরোস। এরপর ব্রাজিল সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি ব্রাজিলের প্রথম হার। এর আগে তারা টানা তিন ম্যাচে অপরাজিত ছিল—দুটি জয়, একটি ড্র, আর কোনো গোল হজম না করেই। তবে শেষ ম্যাচে হেরে টেবিলের পঞ্চম স্থানে থেকে শেষ করতে হলো বাছাইপর্ব (১৮ ম্যাচে ২৮ পয়েন্ট)। অন্যদিকে, ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা বলিভিয়া নিশ্চিত করেছে আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ।
এদিকে, লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। গায়াকিলে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে ফিরছিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অধিনায়ক নিকলাস অটামেন্ডিকে। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ইকুয়েডর, সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন এনার ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোইসেস কাইসেডোও লাল কার্ড দেখলেও সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। বরং আরও গোল হজম করার শঙ্কায় ছিল তারা। তবে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সেভে বড় ব্যবধানের হার এড়ায়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই হেরে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ফলে বাছাইপর্বের শেষ ম্যাচটা দুই লাতিন শক্তিকেই করতে হলো পরাজয়ের স্বাদ নিয়ে।