খেলাধুলাফুটবল

অবশেষে স্বস্তি, নেপাল থেকে দেশে ফিরেছে জামাল ভূঁইয়ারা

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

অবশেষে নেপালের অস্থিরতা কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে পৌঁছান জামাল ভূঁইয়ারা। একই ফ্লাইটে ফিরেছেন খেলা কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

সকাল থেকেই দলের দেশে ফেরার প্রস্তুতি চলছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান খেলোয়াড়রা। ইমিগ্রেশন শেষে অপেক্ষার পর বিকেল ২টা ৫৫ মিনিটে কাঠমান্ডু ছাড়ে ফ্লাইটটি।

দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় আটকা পড়েন খেলোয়াড়রা। নির্ধারিত দুই ম্যাচের মধ্যে কেবল একটি অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বরের ম্যাচটি গোলশূন্য ড্র হয়, আর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আন্দোলনের কারণে বাতিল হয়ে যায়।

প্রথমে ৯ সেপ্টেম্বরই দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। হোটেল ছাড়ার পরও বিক্ষোভের কারণে খেলোয়াড়রা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরতে সক্ষম হন জামাল-তপুরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button