তথ্য ও প্রযুক্তি
আজ সবাই পাচ্ছেন ফ্রি ইন্টারনেট, যেভাবে নেবেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে ‘ফ্রি ইন্টারনেট ডে’। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ১ জিবি করে ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে, যা ব্যবহার করা যাবে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়নে মোবাইল অপারেটরগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ গত ১৬ জুলাই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কীভাবে ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে?
১৮ জুলাই তারিখে নির্ধারিত কোড ডায়াল করে গ্রাহকরা ১ জিবি ডাটা সংগ্রহ করতে পারবেন। ডাটার মেয়াদ থাকবে পাঁচ দিন। প্রতিটি অপারেটরের জন্য কোডগুলো নিচে দেওয়া হলো:
- গ্রামীণফোন (GP): *121*1807#
- রবি (Robi): *4*1807#
- বাংলালিংক (Banglalink): *121*1807#
- টেলিটক (Teletalk): *111*1807#