ফেসবুকে শুদ্ধি অভিযানে ১ কোটি আইডি ডিলিট, ঝুঁকিতে কারা?

বিশ্বজুড়ে শুদ্ধি অভিযান শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ১ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি মেটা। চলমান এই অভিযানে আরও অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হবে বলে সতর্ক করেছে তারা।
গত ১৪ জুলাই এক বিবৃতিতে মেটা জানায়, প্রথম ধাপে ৫ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টে কমেন্ট সীমিত করা, কনটেন্টের বিস্তার ঠেকানো এবং আয়ের সুযোগ বন্ধসহ একাধিক পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
কারা ঝুঁকিতে?
মেটা জানিয়েছে, যেসব অ্যাকাউন্ট থেকে নিজস্ব তৈরি কনটেন্ট না দিয়ে অন্য সোর্স থেকে সংগৃহীত ভিডিও বা পোস্ট বারবার শেয়ার করা হয়, একই ধরনের ভিডিও বা মিম পুনঃপ্রকাশ করা হয় কিংবা ভুয়া প্রোফাইল ব্যবহার করে জনপ্রিয় কনটেন্ট নির্মাতার ছদ্মবেশ ধারণ করা হয়—তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ফলে এ ধরনের অভ্যাসে লিপ্ত অ্যাকাউন্টগুলোর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মূল কনটেন্ট নির্মাতার প্রতি অগ্রাধিকার
ফেসবুক জানিয়েছে, অ্যালগরিদম আপডেট করে এখন মূল কনটেন্ট নির্মাতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের উদ্দেশ্যে তারা কিছু নির্দেশনাও দিয়েছে, যেমন:
অন্য প্রতিষ্ঠানের লোগো বা ওয়াটারমার্কসহ ভিডিও না শেয়ার করা
পুরনো বা পুনর্ব্যবহৃত কনটেন্ট এড়িয়ে চলা
মানসম্মত ও প্রাসঙ্গিক ক্যাপশন ব্যবহার করা
অপ্রাসঙ্গিক বা খুব ছোট ভিডিও না শেয়ার করা
নজরদারিতে এআই প্রযুক্তি
ডুপ্লিকেট কনটেন্ট শনাক্তে ফেসবুক উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে দ্রুতই নকল কনটেন্ট চিহ্নিত করে তা সীমিত করা সম্ভব হচ্ছে।
সব মিলিয়ে—ভুয়া অ্যাকাউন্ট নির্মূল, অরিজিনাল কনটেন্টকে স্বীকৃতি, কনটেন্টের মান বজায় রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ—এই চারটি দিককে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফেসবুক।