তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ব্যবহারে ভুলে ব্যান হতে পারেন, জানুন করণীয়

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন নিত্যপ্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম। সকাল থেকে রাত পর্যন্ত এর ব্যবহার অব্যাহত থাকে। তবে কিছু ভুল করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার জানিয়েছে, নীতিমালা লঙ্ঘন করলেই কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়। অনেক সময় ব্যবহারকারীরা অজান্তেই এমন ভুল করেন। সতর্ক থাকতে যা যা জানা দরকার—

থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার

অফিশিয়াল হোয়াটসঅ্যাপের পরিবর্তে ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ। এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

হুমকি ও আপত্তিকর বার্তা

যদি কাউকে হুমকি দেওয়া হয়, হয়রানিমূলক বার্তা পাঠানো হয় বা ঘৃণামূলক কনটেন্ট শেয়ার করা হয়, তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ব্যান করতে পারে।

অন্যের পরিচয়ে ব্যবহার

অন্যের নাম, ছবি বা পরিচয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশ নিলেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

একাধিক রিপোর্ট ও স্প্যাম

অনেক ব্যবহারকারী একসঙ্গে কোনো অ্যাকাউন্ট রিপোর্ট করলে তা ব্যান হতে পারে। এছাড়া অযাচিতভাবে বারবার মেসেজ পাঠানো বা স্প্যামিং করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে হোয়াটসঅ্যাপ।

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button