তথ্য ও প্রযুক্তি

ফেসবুকে লগইন বিপর্যয় ‘অ্যাডভান্সড প্রোটেকশন’, কি করবেন?

বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ করে অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে ‘অ্যাডভান্সড প্রোটেকশন অপশন’-এ আটকে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ পরিস্থিতি দেখা দেয়, যা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও জিরো সিকিউরিটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, হঠাৎ লগইন সমস্যা ও সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দুই ধাপের যাচাই (Two-Factor Authentication) এবং উন্নত ভেরিফিকেশন চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গুগল ভেরিফিকেশন ব্যবহার নিরাপত্তার জন্য আরও কার্যকর ও নির্ভরযোগ্য।

সার্ভিস মনিটরিং সাইট ডাউনডিটেক্টরের তথ্য বলছে, বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎ বেড়ে যায়। মাত্র এক মিনিটে শতাধিক ব্যবহারকারী একই সমস্যার অভিযোগ করেন, যা তাদের ট্র্যাকার গ্রাফেও স্পষ্ট।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে নতুন নিরাপত্তা স্ক্রিন ভেসে ওঠে, কিন্তু তাতে প্রবেশের পর লগইন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। এতে ব্যক্তিগত বার্তা, পেজ ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টুইটার (এক্স) ও অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা অভিজ্ঞতা শেয়ার করছেন এবং জানতে চাইছেন, ফেসবুক কবে স্বাভাবিক হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button