আবহাওয়া
প্রধান খবর

হঠাৎ আবার বৃষ্টি বাড়ল কেন, থাকবে কত দিন

বৃষ্টি। ছবি: প্রথম আলো

বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁদের মতে, আগামী দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন বৃষ্টি কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে এর পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কমে যেতে পারে, তবে রোববারের পর আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি মাসের শুরু থেকেই বৃষ্টির পরিমাণ কমে গিয়েছিল, ফলে বেড়েছিল গরম। ১ সেপ্টেম্বর সিলেটে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এরপর দেশজুড়ে দু-এক দিন বৃষ্টিহীন কাটলেও গত দুই দিন ধরে ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ৪২ মিলিমিটার। আর ঢাকায় হয়েছে ২২ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, আজ দুপুরের পর রাজধানীতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বৃষ্টি বাড়লেও গরমের তীব্রতা কমছে না।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পাশাপাশি সাম্প্রতিক লঘুচাপ ও স্থল নিম্নচাপ প্রচুর জলীয়বাষ্প সরবরাহ করেছে। ফলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অস্বস্তিকর গরম কাটছে না।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button