বগুড়ায় গুরু-শিষ্য ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজ “উষ্ণতার গল্প সন্ধানে জীবনকে চেনা” শিরোনামে গুরু শিষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সোনাতলায় শীতার্তদের মাঝে উষ্ণতা ভাগাভাগি করেন।
গুরু শিষ্য ফাউন্ডেশন মূলত শিক্ষক এবং তার ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া। ছাত্র-শিক্ষকের উদ্যোগে নানাবিধ সামাজিক কর্মকান্ড করে থাকে এই ফাউন্ডেশন।
আজকে সকাল ১০টা নাগাদ এক ঝাঁক ছাত্র-ছাত্রীদের নিয়ে শাফি আহমেদ ইসতিয়াক এবং রাশেদুজ্জামান রনি বেরিয়ে পড়েন শীতার্তদের মাঝে কম্বল বিতরণে। তারা সোনাতলার প্রত্যন্ত গ্রাম গুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০০ টি কম্বল বিতরণ করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলো বগুড়া সদর ও সোনাতলা উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। উল্লেখ্য মুমু, আকাশ, হাসান, নিপু, বিপ্র, রাফি, সাফুয়ান, হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত বিতরণ কার্যক্রম শেষে গুরু শিষ্য ফাউন্ডেশনের শাফি আহমেদ ইসতিয়াক এবং রাশেদুজ্জামান রনি ভাই বলেন, আগামীতেও তারা সকল সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।