আন্তর্জাতিক বাঁহাতি দিবস

প্রতি বছর ১৩ আগস্ট বিশ্বের নানা দেশে পালিত হয় আন্তর্জাতিক বাঁহাতি দিবস। ১৯৯২ সালে ব্রিটিশ বাঁহাতি সংগঠন Left-Handers Club এই দিবস চালু করে। এর উদ্দেশ্য হলো বাঁহাতিদের জীবনধারা, চ্যালেঞ্জ ও বিশেষ দক্ষতার প্রতি মানুষের সচেতনতা তৈরি করা।
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০% মানুষ বাঁহাতি। ইতিহাসে অনেক বিখ্যাত ব্যক্তিই বাঁহাতি ছিলেন— যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মহাত্মা গান্ধী, মেরিলিন মনরো, বারাক ওবামা, লিওনেল মেসি প্রমুখ। বাঁহাতিরা প্রায়ই দৈনন্দিন জীবনে ডানহাতি বিশ্বের জন্য বানানো সরঞ্জাম, ডেস্ক বা যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন।
এই দিনটিতে বাঁহাতিদের সৃজনশীলতা, ক্রীড়া দক্ষতা ও আলাদা দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের জন্য উপযোগী পণ্য ও পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। স্কুল, অফিস ও সামাজিক পরিসরে বাঁহাতিদের সুবিধা নিশ্চিত করাও দিবসটির অন্যতম লক্ষ্য।
আন্তর্জাতিক বাঁহাতি দিবস শুধু উদযাপন নয়, বরং বৈচিত্র্য ও গ্রহণযোগ্যতার প্রতীক— যা আমাদের মনে করিয়ে দেয়, ভিন্নতা আসলে শক্তি।